নির্বাচন নিয়ে যা বললেন ফিলিস্তিনি পর্যবেক্ষক

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:০৭, রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪, ২৩ পৌষ ১৪৩০

ফিলিস্তিন পর্যবেক্ষক দলের সিইও হিশাম এম ওয়াই কুহেইল বলেছেন, বাংলাদেশে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে ভোট হয়েছে। রোববার (০৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ভোটগ্রহণ শেষে এক ব্রিফিংয়ে এসব পর্যবেক্ষণে তথ্য জানান তিনি।

তিনি বলেন, ‘সারা দেশে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে ভোটগ্রহণ হয়েছে। বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া আন্তর্জাতিকমানের। আমরা ভোটারদের সাথে কথা বলেছি তারা খুবই খুশি ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিলো খুবই ভালো। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন।’

তিনি আরও জানান, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের সহিংসতা চোখে পড়েনি। কেউ জোরপূর্বক ভোট দেওয়ার জন্য বাধ্য করেনি। অনেক মিডিয়ার উপস্থিতিতে ভোট হয়েছে। বাংলাদেশ ইলেকট্রলাম সিস্টেম খুবই ভালো। এছাড়া বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা খুবই ভালো। আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো ছিল বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে নিরবচ্ছিন্ন এই ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। শুরু হয়েছে ভোট গণনা।

Share This Article