বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১১:০০, রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

ঢাকার মিরপুর-১৪ এলাকায় গড়ে ওঠা ‘বিজয় রাকিন সিটি’ নামক আবাসন প্রকল্পের ৮৭০টি ফ্ল্যাটের অর্ধেকই প্রভাবশালীদের দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির সদস্যদের জন্য বরাদ্দ এসব ফ্ল্যাটের বেশিরভাগই এখন ক্ষমতাসীন দলের নেতা, সরকারি কর্মকর্তাদের হাতেও চলে গেছে।

রাকিন ডেভেলপমেন্ট লিমিটেডের তত্ত্বাবধানে গড়ে ওঠা এই প্রকল্পে মোট ১,৯৫০টি ফ্ল্যাট নির্মাণ করা হয়। চুক্তি অনুযায়ী, সমিতিকে দেয়া হয় ৪৩ শতাংশ ফ্ল্যাট, যার মধ্যে ৮৭০টি ফ্ল্যাট সদস্যদের জন্য বরাদ্দ ছিল। তবে অভিযোগ রয়েছে, এ ফ্ল্যাটগুলোর বেশিরভাগই প্রভাবশালীদের নামে রয়েছে, যার মধ্যে সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম ও তার পরিবারের সদস্যদের নামে ৭০টি ফ্ল্যাট রয়েছে।

মোর্শেদুল আলমের বিরুদ্ধে অভিযোগ, তিনি আওয়ামী লীগের নেতা, মন্ত্রী এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সখ্যতা করে এসব ফ্ল্যাট অবৈধভাবে দখল করেছেন। এছাড়া, সমিতির প্রতিষ্ঠার পর থেকে তিনি সাধারণ সম্পাদকের পদটি দখল করে রেখেছেন এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করে তাদের নামেও ফ্ল্যাট বরাদ্দ দিয়েছেন। তাঁর পরিবারের সদস্যদের নামে প্রায় ৭০টি ফ্ল্যাট দখল করা হয়েছে।

এ ব্যাপারে মুক্তিযোদ্ধা সদস্যদের দাবি, প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে এসব ফ্ল্যাটে কেবল প্রভাবশালীরা অধিকারী হয়েছেন। তারা জমি এবং ফ্ল্যাট পুনরায় সুষম বণ্টনের দাবি জানিয়েছেন।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দ মো. নূরুল বাসির বলেছেন, যদি প্রমাণ পাওয়া যায় যে কোনো কর্মকর্তা অনিয়ম করেছেন, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

রাকিন ডেভেলপমেন্ট লিমিটেডের সচিব আবুবক্কর সিদ্দিক জানান, তারা সমস্ত চুক্তি অনুযায়ী কাজ করে চলেছে এবং সমিতিকে দেওয়া ফ্ল্যাটগুলোর পরিমাণ অতিরিক্ত নয়।

এছাড়া, সমিতির সদস্যরা বর্তমানে নতুন সাধারণ সম্পাদকের অধীনে কাজ করছেন এবং মোর্শেদুল আলমের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে চেষ্টা করছেন।

Share This Article

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ


এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে টাস্কফোর্স গঠন