ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ১১:০৯, সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩১

ভোলা জেলার চরফ্যাসনের ঢালচর ইউনিয়নে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার মেশিন বসিয়ে মাটি কেটে বনবিভাগের জমি দখলের অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কাদের মিয়ার ভাই বাবুল লাঠিয়ালের বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের পুলিশ তদন্ত কেন্দ্রসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ওই সময় মাটি কাটার খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দেন। তবে কিছু সময় পর আবারও মাটি কাটা শুরু হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, নদীভাঙনে সম্প্রতি বাবুল লাঠিয়ালের মৎস্য আড়তের স্থাপনা বিলীন হয়ে যায়। বেশ কিছুদিন চুপ থাকার পর বর্তমান সরকারের মেয়াদ শেষের দিকে, তিনি বন বিভাগের জমি দখলের চেষ্টা শুরু করেন। অভিযোগ রয়েছে, ভাইয়ের রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে আবারও মাটি কেটে ভিটে নির্মাণের কাজ শুরু করেন।

বাবুল লাঠিয়াল দাবি করেন, “যেখানে মাটি ভরাট করা হচ্ছে, তা স্থানীয়দের মালিকানাধীন জমি। নদীতে আড়ত ভেঙে যাওয়ায় নতুন করে ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে খালটি ঢালচরের আড়তদারদের ব্যবহৃত।”

অন্যদিকে, ঢালচর রেঞ্জ কর্মকর্তা মো. মইনুল ইসলাম বলেন, “বনবিভাগের জমিতে অবৈধভাবে মাটি কাটা ও স্থাপনা নির্মাণ করার কোনো বৈধতা নেই। অভিযুক্ত ব্যক্তি ড্রেজার মেশিন বসিয়ে খালের মাটি কেটে বনভূমি দখলের চেষ্টা করেছিলেন। আমাদের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন।”

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারি না থাকায় এমন পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডে উৎসাহ পাচ্ছেন প্রভাবশালীরা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Share This Article