টঙ্গীতে ধাওয়া করে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, এক ছাত্র আহত

  টঙ্গি প্রতিনিধি
  প্রকাশিতঃ রাত ০৮:৩৬, রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা একসঙ্গে কাজ করে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। এ সময় ছিনতাইকারীদের হামলায় মো. রাহাত নামের এক ছাত্র আহত হন। শনিবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে টঙ্গী পূর্ব থানাধীন মধুমিতা রোড এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলো মেহেদী (২১) ও সাহাদাত (২২)।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আকাশ ঘোষ জানান, টঙ্গীতে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় এর প্রতিরোধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং ছাত্র আন্দোলনের সদস্যরা একত্রে কাজ শুরু করে। শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তারা পুলিশ সদস্যদের সঙ্গে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এলাকায় টহলে অংশ নেন। রাত ২টা ৪০ মিনিটে মধুমিতা রোড এলাকায় ৩টি মোটরসাইকেলে ৯ জন ছিনতাইকারীকে দেখতে পেয়ে পুলিশ ও ছাত্ররা সিগন্যাল দেন। ছিনতাইকারীরা সিগন্যাল অমান্য করে, এতে তাদের একজন সদস্য মো. রাহাতকে দ্রুতগতির মোটরসাইকেল দিয়ে আঘাত করে। রাহাত মাটিতে পড়ে গিয়ে আহত হন।

পুলিশ এবং ছাত্র আন্দোলনের সদস্যরা ছিনতাইকারীদের ধাওয়া করলে, আরও ২টি মোটরসাইকেল নিয়ে আরও ৫ জন ছিনতাইকারী হামলা করতে আসে। তবে পাল্টা ধাওয়ায় তারা পালিয়ে যায়। পরে, ২টি মোটরসাইকেলসহ ২ ছিনতাইকারীকে আটক করা হয়। আহত রাহাতকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

Share This Article

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ