ভুয়া নারী সাংবাদিকের খপ্পরে নারী এমপি প্রার্থীরা

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১৩, বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ২৪ মাঘ ১৪৩০

সাংবাদিক সেজে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেন নামধারী ইউটিউবাররা। যাদের গলায় রয়েছে প্রেস খচিত আইডি কার্ড। সাক্ষাতকার নেয়ার নামে প্রার্থীদের ঘিরে রেখে টাকা আদায় করেন তারা।

ঘটনাটি ঘটে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এরকম একই কার্ডধারী তিনজনকে দেখা গেছে টাকা নিতে। যার নেত্রীত্বে ছিলেন এক নারী। এ ধরনের আরও কিছু ভিডিওচিত্র ধরা পড়ে কালবেলার ক্যামেরায়।

মূলত এ সময় সেখানে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম চলছিল। মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয় এই ফরম বিক্রি।

এ সময় সাংবাদিক সেজে প্রার্থীদের থেকে টাকা নেয়ার ঘটনা নজরে আসায় এগিয়ে যান সাংবাদিকরা। তবে সাংবাদিকদের দেখেই দৌড়ে পালানোর চেষ্টা করেন টাকা আদায়কারী। সাথে থাকা বাকি তিনজন পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে চারজনের ওই চক্রের নেত্রী সাংবাদিকদের হুমকিও দেন।

আওয়ামী লীগের মনোনয়নপত্র নিতে আসা প্রার্থীদের শুরু থেকেই টার্গেটে রাখেন সাংবাদিক নামধারী ওই সব ইউটিউবার। মনোনয়ন কিনতে আসা কিংবা কেনা শেষে বের হওয়ার সময়ই প্রার্থীদের কাছে গিয়ে সাক্ষাৎকারের ধর্ণা দেন তারা। সাক্ষাৎকার শেষ হলেই চা, পান কিংবা নাস্তার কথা বলে দাবি করেন টাকা। যাতে কিছুটা বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন প্রার্থীরা। জোরাজুরির একপর্যায়ে টাকা দিতে বাধ্য হন তারা।

এদিকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম কিনতে সকাল থেকেই বঙ্গবন্ধু অ্যাভিনিউ কার্যালয়ে একে একে আসতে থাকেন মনোনয়ন প্রত্যাশীরা। বেলা বাড়ার সাথে সাথে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বাড়তে থাকে ভিড়। তবে প্রার্থীদের চেয়ে সেখানে সংবাদ কর্মী আর ইউটিউবারদের সংখ্যাই ছিল বেশি।

Share This Article


‘অর্থপাচারে জড়িত ৭ ব্যাংক ও দুই মানি এক্সচেঞ্জার’

নিহত হাফিজুল

রাজধানীর সার্ক ফোয়ারা মোড়ে হাতাহাতিতে যুবকের মৃত্যু

জাবির হলে স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণ, উত্তাল ক্যাম্পাস

ববির সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগ

ছদ্মবেশে পাসপোর্ট অফিসে দুদক, ৩ আনসার প্রত্যাহার

১৫ বছরে ব্যাংক খাতে লোপাট ৯২ হাজার কোটি টাকা: সিপিডি

রাজশাহীতে আবাসিক হোটেল থেকে ২২ শিক্ষার্থী আটক

শাহজালালে ৮ কেজি স্বর্ণসহ আটক এক

কারাগারে বিয়ে হলো তরুণ-তরুণীর

সনদ জালিয়াতি: লাইসেন্স হারাচ্ছেন বিমানের দুই পাইলট

পবিপ্রবি

পবিপ্রবিতে অনুমোদনহীন নিয়োগের পাঁয়তারা, প্রশ্নবিদ্ধ প্রশাসন