ববির সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগ

  ববি প্রতিনিধি
  প্রকাশিতঃ বিকাল ০৩:২১, শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ২০ মাঘ ১৪৩০

মিথ্যা সংবাদ প্রচার ও ভয়ভীতি দেখিয়ে এক নারী শিক্ষার্থীর সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগ উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাবেক শিক্ষার্থী শফিকুর রহমান ওরফে শফিক মুন্সির বিরুদ্ধে ৷ ২৩ জানুয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক নারী শিক্ষার্থী প্রক্টর বরাবর এমন অভিযোগ করেন৷

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, পড়াশুনা দুই বছর আগে শেষ হলেও শফিকুর রহমান (শফিক মুন্সি) দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে হলে অবস্থান করছেন৷ তিনি বিভিন্নভাবে অস্ত্র দেখিয়ে সাধারণ শিক্ষার্থীদের হুমকি দেন, অবৈধভাবে বিভিন্ন কাজ করতে বলেন, তার কথা না শুনলে তিনি মিথ্যা সংবাদ প্রচার করে সম্মানহানি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্বারা হেনস্তা করার হুমকি দেন সাধারণ শিক্ষার্থীদের।

তিনি সকলের কাছে দাবি করেন যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন তার কথায় চলে এবং তার কারণেই সকলে এই অবস্থানে আছেন।

আরও উল্লেখ করা হয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার কারণে ইতিমধ্যে ২ বার তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করে ওই আপু। ২ বার ই তিনি মুচলেকা প্রদান করেন। আর কিছুদিন যাবৎ তিনি আমাকেও মিথ্যা সংবাদ প্রচার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন এর ভয় দেখিয়ে তার সাথে সম্পর্ক স্থাপন এর জন্য চাপ দিচ্ছেন। আমি আমার নিজ নিরাপত্তা নিয়ে শঙ্কিত ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানান, অভিযোগ দেওয়ার পর থেকেই অভিযোগ প্রত্যাহারে শফিক মুন্সি, বিভিন্ন শিক্ষক, রাজনীতিবীদসহ বিভিন্ন মহল থেকে চাপ প্রয়োগ করে আসছে৷ আমার সেমিষ্টার ফাইনাল পরীক্ষা চলছে,আমি নিরাপত্তাহীনতায় ভুগছি৷ আমি এর বিচার চাই৷

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আবদুল কাইউম বলেন, বিষয়টি আমি জানি৷ তবে এটা ছোটখাটো বিষয়৷ এটা নিয়ে অনেক কথা হয়েছে৷ বিষয়টি সমাধানের পথে৷ এই বিষয় নিয়ে নিউজ না করার পরামর্শ দেন এই প্রতিবদককে৷

বিষয়টি নিয়ে অভিযুক্ত শফিক মুন্সির সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেনি৷ খোজ নিয়ে জানা গেছে, শফিক মুন্সি শেরই বাংলা হলের ৪০২১ নং রুম দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে।

 

Share This Article