মারা গেছেন নির্মাতা মোহাম্মদ নোমান

  বিনোদন প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৫০, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ১১ পৌষ ১৪৩০

নাট্য নির্মাতা মোহাম্মদ নোমান মারা গেছেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মারণব্যাধি ক্যানসারে আক্রান্ত ছিলেন এই নির্মাতা। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।

তিনি বলেন, ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সদস্য নাট্য নির্মাতা মোহাম্মদ নোমান ইন্তেকাল করেছেন। ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

জানা যায়, ক্যানসারে আক্রান্ত ছিলেন নির্মাতা নোমান। অবস্থা সংকটাপন্ন হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল তাকে।

এর আগে, পরিবার, নিকটাত্মীয় ও বিভিন্ন সংগঠনের সহযোগিতায় চলছিল নোমানের চিকিৎসার ব্যয়। তাকে পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই তাকে দাফন করা হবে। তিনি স্ত্রী ও কন্যা রেখে গেছেন।

Share This Article