আজ বিশ্ব এইডস দিবস

  অনলাইন ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:১৬, শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০

১ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। জাতিসংঘের সদস্য এমন দেশ এইডস বিষয়ক সচেতনতার অংশ হিসেবে দিবসটি পালন করে থাকে। এটি সর্বপ্রথম পালিত হয় ১৯৮৮ সালে। এইডস (AIDS)) এর পূর্ণরূপ,  Acquired Immune Deficiency Syndrome। এর অর্থ হলো অর্জিত প্রতিরক্ষার অভাবজনিত রোগলক্ষণ সমষ্টি।

এই রোগে আক্রান্ত ব্যক্তির শরীরে সাধারণ রোগের প্রতিরোধ ব্যবস্থাও কাজ করে না। ফলে ব্যক্তি ধীরে ধীরে মৃত্যুর দিকে অগ্রসর হয়। ব্যক্তির দেহে এইচআইভি ভাইরাস প্রবেশ করলে এইডস আক্রান্ত হয়। এইচআইভি (HIV)) এর পূর্ণরূপ হলো, , Human Immunodeficiency Virus অর্থাৎ মানব প্রতিরক্ষা অভাব সৃষ্টিকারী ভাইরাস।

একজন ব্যক্তির দেহ থেকে অপর ব্যক্তির দেহে এইচআইভি ভাইরাস ছড়িয়ে পড়ে কয়েকটি মাধ্যমে।  এইচআইভি বহনকারী ব্যক্তির সঙ্গে অরক্ষিত অবস্থায় যৌনসম্ভোগ করলে  এইচআইভি বহনকারী ব্যক্তির শরীরের রক্ত অন্য কোনো শরীরে প্রবেশ করালে  এইচআইভি বহনকারী ব্যক্তির ইনজেকশনের সিরিঞ্জ যা এইচআইভি বহন করছে তা ব্যবহার করলে এইচআইভি বহনকারী মা যখন সন্তানসম্ভবা হন অথবা সন্তান জন্মদানের সময়ে অথবা সন্তানকে দুধপান করানোর মাধ্যমে শিশুর শরীরে এইচআইভি অনুপ্রবেশ করতে পারে  এইচআইভি বহনকারী কোনো ব্যক্তির ব্যবহৃত কোনো জিনিসপত্রে যদি সংক্রামক রক্ত লেগে থাকে এবং তা ব্যবহারের ফলে যদি শরীরের উন্মুক্ত বা কাটাছেঁড়া ত্বকের সংস্পর্শে আসে।

Share This Article