যে দোষ করিনি, সেই দোষের শাস্তি পেলাম: ড. ইউনূস

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৫২, সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ১৭ পৌষ ১৪৩০

শান্তিতে নোবেল বিজয়ী এবং গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস শ্রম আইন লঙ্ঘন মামলায় আদালত ছয় মাসের কারাদণ্ড দেওয়ার পরিপ্রেক্ষিতে বলেছেন, ‘যে দোষ করিনি, সেই দোষের শাস্তি পেলাম।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, এটাকে ন্যায়বিচার যদি বলতে চান, তাহলে বলতে পারেন।’ সোমবার (০১ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আজকে ইংরেজি বছরের প্রথম দিন। সারা দুনিয়া এটা পালন করে বছরের প্রথম দিন হিসেবে। এটা আনন্দের দিন হিসেবে সবাই উৎসব করে।’

এর আগে শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনকে ৬ মাসের বিনাশ্রম করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এদিন বেলা ৩টার দিকে এই রায় ঘোষণা করেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা।

তবে এক মাসের মধ্যে আপিল করার শর্তে ড. ইউনূসকে জামিন দিয়েছেন আদালত।

Share This Article