মঙ্গলবার দর পতনের নেতৃত্বে সেন্ট্রাল ইন্সুরেন্স

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৩:১৭, মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩০

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস মঙ্গলবার (১৬ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৯টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৮০ পয়সা বা ৪.৯১ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর কমেছে ২০ পয়সা বা ৪.২৫ শতাংশ।

আর ৯০ পয়সা বা ৩.৪৪ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- দেশবন্ধু পলিমার, আইটি কনসালটান্টস, জাহিন টেক্সটাইল, আলহাজ টেক্সটাইল, কর্ণফূলী ইন্সুরেন্স, এনার্জিপ্যাক পাওয়ার এবং তাল্লু স্পিনিং মিলস লিমিটেড।

Share This Article