সাপ্তাহিক লেনদেনের নেতৃত্বে গোল্ডেন সন

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১০:৩৬, শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ৮ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বিদায়ী সপ্তাহের রোববার দেশের শেয়ারবাজার বন্ধ ছিল। যে কারণে বিদায়ী সপ্তাহে (১৮-২১ মার্চ) শেয়াবাজারে চার কর্মদিবস লেনদেন হয়েছে।

এই চার কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের নেতৃত্বে উঠে এসেছে গোল্ডেন সন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৮ কোটি ২২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৬৭ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৭ কোটি ৬৩ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৫৫ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরটরিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৬ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.২৭ শতাংশ।

এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বেস্ট হোল্ডিংসের ১৬ কোটি ১৯ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ১৫ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা, লাফার্জ হোলসিমের ১৪ কোটি ৬৫ লাখ ১০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ১১ কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকা, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ১০ কোটি ৭৫ লাখ ৭০ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ১০ কোটি ২৬ লাখ ৭০ হাজার টাকা এবং এস. এস. স্টিল লিমিটেডের ১০ কোটি ১৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share This Article


সোমবার ব্লক মার্কেটে চার কোম্পানির বড় লেনদেন

সোমবার দর বৃদ্ধির নেতৃত্বে ওরিয়ন ইনফিউশন

সোমবার দর পতনের নেতৃত্বে খান ব্রাদার্স

সোমবার লেনদেনের নেতৃত্বে এশিয়াটিক ল্যাবরটরিজ

শমরিতা হসপিটালের বোর্ড সভার তারিখ ঘোষণা

আইএমএফের শর্ত পূরণ: যেসব পণ্যে বাড়তে পারে ভ্যাট

সাপ্তাহিক দর পতনের নেতৃত্বে ন্যাশনাল ব্যাংক

সাপ্তাহিক দর বৃদ্ধির নেতৃত্বে এশিয়াটিক ল্যাবরটরিজ

সাপ্তাহিক লেনদেনের নেতৃত্বে এশিয়াটিক ল্যাবরটরিজ

বৃহস্পতিবার ব্লক মার্কেটে লেনদেনের নেতৃত্বে আলিফ ইন্ডাস্ট্রিজ

বৃহস্পতিবার দর বৃদ্ধির নেতৃত্বে এশিয়াটিক ল্যাবরটরিজ

বৃহস্পতিবার দর পতনের নেতৃত্বে ফারইস্ট ফাইন্যান্স